ইবি আইআইইআর’র অধীনে বিএড ও এমএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


ইবি প্রতনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে তিনটি কোর্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২ টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তিন কোর্সে পরীক্ষায় মোট ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

আইআইইআর অফিস সূত্রে জানা যায়, ইনস্টিটিউটের অধীন ১ বছর মেয়াদী ব্যাচেলর অফ এডুকেশন (বিএড), মাস্টার্স অফ এডুকেশন (এমএড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ভর্তি আবেদনপত্র গত ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ ও জমাদানের সময় ছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে আবেদনকারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তথ্য মতে, পরীক্ষায় বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১৪৯ জন, এমএড কোর্সে ৫০ টি আসনের বিপরীতে ৫২ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৮০ টি সিটের বিপরীতে ১৮১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আইআইইআরথর পরিচালক প্রফেসর ড. মেহের আলী হল পরিদর্শন করেন। এসময় সেখানে ইনস্টিটিউটের নিয়মিত ও খন্ডকালীন শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রফেসর ড. মেহের আলী বলেন, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার অনিয়ম ছাড়াই আমরা পরীক্ষা সম্পন্ন করেছি। আগামীকালের মধ্যে ফল ঘোষণা করা হবে।


শর্টলিংকঃ