Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ইরানের সামরিক বিমান বিধ্বস্ত


ইরানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির উত্তরপশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। তেহরানের সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

বিধ্বস্ত বিমান ছবি: সংগৃহীত

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, বিমানটি আর্দেবিল প্রদেশে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটিতে কতজন ছিল তা পরিস্কার করে জানানো হয়নি।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে। বিধ্বস্ত বিমানটিতে কেউ বেঁচে আছে কি-না তাও খোঁজা হচ্ছে।


Exit mobile version