Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ইসরাইলকে জবাব দিতে ক্ষেপণাস্ত্রের মজুদ দ্বিগুণ করেছি: হিজবুল্লাহ


ইউএনভি ডেস্ক:

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জানিয়েছে, এক বছর আগের তুলনায় তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ দ্বিগুণ করা হয়েছে। সংগঠনের মহাসচিব সাইয়েদ নাসরুল্লাহ রোববার এক টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গোটা ইসরাইল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। খবর আরব নিউজের।

লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

মধ্যপ্রাচ্যে প্রখ্যাত সাংবাদিক গ্বাসান বিন জিদ্দোকে দেয়া সাক্ষাৎকারে সাইয়েদ নাসরুল্লাহ বলেন, দখলদার ইসরাইলের যে কোনো স্থানে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে পারব।

২০০০ সালের আগে-পরে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে মোটা দাগে দুটি যুদ্ধে জড়িয়েছে এবং দুটিতেই তেলআবিব পরাজিত হয়েছে। কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, এসব দেশ ফিলিস্তিনি জাতিকে ইহুদিবাদীদের কাছে বিক্রি করে দিয়েছে।

হিজবুল্লাহর নেতাকর্মীদের হত্যার প্রতিশোধ নেয়া হবে বলেও তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন সাইয়েদ নাসরুল্লাহ।


Exit mobile version