ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সিরিয়ার


ইউএনভি ডেস্ক:

সিরিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। মঙ্গলবার রাতে চালানো এসব হামলা প্রতিহতের কথা জানিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একইসময়ে এসব হামলা চালানো হয় দেশটি জানিয়েছে।

সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলতার সঙ্গে ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলা করলেও সোয়াইদা প্রদেশের সালখাদ শহরের একটি সামরিক অবস্থানে ইসরাইলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া, বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে উগ্র সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে ইসরাইল।


শর্টলিংকঃ