Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঈশ্বরদীতে বড়ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোটভাই


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ি এলাকায় কথা কাটাকাটির জেরে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। বুধবার (০১ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম শহরের বস্তিপাড়া এলাকার মন্টু মিয়ার বড় ছেলে। আর হত্যাকারী কাজিম উদ্দিন মন্টু মিয়ার ছোট ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৯টার সময় আমবাগান পুলিশ ফাঁড়ির মাঠের পাশে টাকা নিয়ে জিয়ারুল ও
কাজিমের মধ্যে কথাকাটাকাটি হয়। কোনো কিছু বুঝে উঠার আগেই কাজিম ছুরি বের করে জিয়ারুলকে কোপাতে শুরু করে।

জিয়ারুলের চিৎকারে আশেপাশের মানুষ এসে কাজিমকে নিবৃত্ত করে। পরে জিয়ারুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আল-মাহমুদ জানান, জিয়ারুলের শরীরে ছুরি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। হাসপাতালে জিয়ারুলকে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঈশ্বরদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।


Exit mobile version