Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঈশ্বরদীতে শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন উদযাপন


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি পাঠাগার’ এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি পাঠাগার ঈশ্বরদী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাপ কমিউনিষ্ট পার্টির গেরিলা বাহিনীর কমান্ডার ও ঢাকা কলেজের সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চৌধুরী, ঈশ্বরদী পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু ও অধ্যাপক উদয়নাথ লাহেরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী অহিদুর রহমান ঝন্টু, কৃষিবিদ আমিনুল ইসলাম, লেখক হাসান আহমেদ চিশতী, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সাবেক প্রধান শিক্ষক ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, লক্ষিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা।

এছাড়া কমিউনিষ্ট পার্টি পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা আ,ত,ম শহিদুজ্জামান নাসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ঈশ্বরদী শাখার সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ প্রমূখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, আজ থেকে ২৭ বছর আগে শহীদ জননী জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেছিলেন। স্বাধিনতাকে যারা কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে জাহানারা ইমাম আন্দোলন করায় দোষিদের ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে।

তারা বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কিছু কাজ বাস্তবায়ন করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম আন্দোলনের ডাক দিয়েছিলেন তাতে আওয়ামীলীগ লাভবান হয়ে আজ দেশ পরিচালনা করছে। রাষ্ট্রদোহী মামলার মিথ্যা গ্লানি মাথায় নিয়ে শহীদ জননী জাহানারা ইমামকে শাহাদৎ বরণ করতে হয়েছে। শহীদ জননী জাহানারা ইমামের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন আজো পূরণ হয়নি।

সভা থেকে সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।


Exit mobile version