Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

উত্তর সাইপ্রাসে সামরিক মহড়া শুরু তুরস্কের


ইউএনভি ডেস্ক:

তুরস্কের সামরিক বাহিনী উত্তর সাইপ্রাসের বিচ্ছিন্ন প্রজাতন্ত্রে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু করেছে। রোববার থেকে শুরু হওয়া এ মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।


তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া সাফল্যের সঙ্গে চলছে। তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের ও তার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের সামরিক অগ্রাধিকার একই।’ খবর ডয়চে ভেলের।

তুরস্ক ভূমধ্যসাগরে তার বিতর্কিত সাইপ্রাস ও গ্রিস দ্বীপপুঞ্জের মাঝামাঝি তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে জাহাজ মোতায়েন করেছে। ওই জাহাজটি পাহারা দিতে যুদ্ধজাহাজের স্কট পাঠিয়েছে।

এ নিয়ে সাইপ্রাস ও গ্রিস দাবি করেছে এটি তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল।

রোববার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন এরদোগান। এসময় তিনি অনুরোধ করেন, এ ইস্যুতে ইইউ যেন একতরফাভাবে গ্রিসের পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করে।

আগামী ২৪-২৫ সেপ্টেম্বর ইইউ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্থাটির প্রভাবশালী সদস্য ফ্রান্স জানিয়ে দিয়েছে, সেখানে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে আলোচনা হতে পারে।

এরদোগানের অভিযোগ, ইউরোপের রাজনীতিবিদরা যে ধরনের উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, তাতে মনে হচ্ছে, তারা সমস্যার সমাধান চান না।


Exit mobile version