সাপাহারে উপজেলা মডেল মসজিদ এর নির্মাণ কাজের উদ্ধোধন


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাাঁর সাপাহারে উপজেলা মডেল মসজিদ এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬৫লক্ষ্য টাকা ব্যায়ে উপজেলা মডেল মসজিদ এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্ধোধন ঘোষনা করেন আলহাজ্ব শরিফুদ্দিন শাহ্ চৌধুরী (গেনা হুজুর) মহাপরিচারক,জামিয়া আল- আরাবিয়া দারুল হেদায়া,পোরশা,নওগাঁ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার(এম.পি), উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের (অব:) সহকারি অধ্যাপক ইসমত ইনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি সহ এলাকার সকল মসজিদের ঈমামগণ ও মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়, ইসলামিক কালচারাল সেন্টার, অত্যাধনিক ইসলামিক লাইব্রেরী, ইসলামিক রিসার্স সেন্টার, ইমাম-মোয়াজ্জেমদের প্রশিক্ষন কেন্দ্র, হাজিদের প্রশিক্ষন কেন্দ্রসহ ইসলামের যাবতীয় কার্যাবলী এখান থেকে পরিচালিত হবে।

এর আগে খাদ্যমন্ত্রী সাপাহার খাদ্যগুদাম পরিদর্শন করেন এবং জবই বিলের বন্যা নিয়ন্ত্রক বাঁধের নির্মাণ কাজের পরিদর্শন, উপজেলার নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।


শর্টলিংকঃ