Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

উৎপাদন বন্ধ থাকায় বিড়ম্বনায় অপো


ইউএনভি ডেস্ক:
করোনা সংকটের কারণে ভারতে চীনা মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান অপো, শাওমির কারখানাগুলো দীর্ঘদিন থেকে বন্ধ। উৎপাদন বন্ধ থাকায় অনলাইনেও চাহিদা মেটাতে গিয়ে সমস্যায় পড়ছে তাঁরা।

ভারতের বাজারে অপো ও রিয়েলমির ১৫ হাজার টাকার ফোনগুলো অফলাইন এবং অনলাইন কোথাও পাওয়া যাচ্ছে না। অপোর কারখানা বন্ধ হওয়ার পর ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ান প্লাস ৮ তাঁদের বিক্রি বন্ধ করে দেয়।ওয়ানপ্লাসের এক মুখপাত্র জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে মে মাসের শুরুর দিকে উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং আমাদের বিক্রয় পরিকল্পনা বদলে যায়। আবার উৎপাদন শুরু হয়েছে।

রিয়েলমির এক কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে বাজারে চাহিদা রয়েছে। কিন্তু প্রোডাক্ট সরবরাহ ব্যহত হওয়ায়, চাহিদা মেটানো একটা চ্যালেঞ্জ।অল ইন্ডিয়া মোবাইল রিটেইলারস অ্যাসোসিয়েশনের সভাপতি অরবিন্দর খুরানা জানিয়েছেন, বাজারে মূলত ১২ থেকে ১৫ হাজারের ফোনের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু স্টক তেমন নেই। অপো, রিয়েলমি, স্যামসাং বা শাওমি সব ব্র্যান্ডেরই একই সমস্যা হচ্ছে।


Exit mobile version