Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

এক দিনে শনাক্ত ১১৪০, দুই মাসের মধ্যে সর্বনিম্ন


ইউএনভি ডেস্ক:

দেশে গত এক দিনে ১ হাজার ১৪০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ১৩ মার্চ; সেদিন ১ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যেই এপ্রিলের শুরুতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। তাতে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৪৫ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ মোট হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।


Exit mobile version