- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

এক বছর পর ফিরে এলো পাচার হওয়া দু’কিশোর


আকতার হোসেন বকুল, হিলি :

ভারতে পাচার হওয়া দুই কিশোরকে হস্তান্তর করেছে ভারতীয় অভিবাসন পুলিশ। বুধবার সাড়ে ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় সেখানে বিজিবি-বিএসএফ;র সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা দুই কিশোর হলো- দিনাজপুরের সদর উপজেলার কমলপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোস্তফা কামাল (১৬) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চড়পাড়া মুলাগাঁও গ্রামের মৃত কাইয়ুম মিয়ার ছেলে সিয়াম ওরফে শুভ (১৬)। মোস্তফা কামাল ভারতের বালুরঘাট শুভায়ণ হোমে ৩ বছর ৭ মাস এবং সিয়াম ওরফে শুভ রায়গঞ্জ কুনর সিএনসিপি বয়েজ হোমে ১ বছর ১ মাস আটক ছিল।

হিলি অভিবাসন পুলিশের ওসি ফিরোজ কবীর জানান, দালালেরা বিভিন্ন প্রলোভন দিয়ে এই দুই কিশোরকে ভারতে পাচার করে। এসময় পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের আটক করে। একপর্যায়ে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে আজ তাদের নিজ দেশে হস্তান্তর করে।