Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

এজেন্টদের ভোটকেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে: সিইসি


ইউএনভি ডেস্ক: 

এজেন্টদের ভোটকেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। শনিবার রাজধানীর উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদানের পর সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, ‘এজেন্টদের যদি বলা হয় তুমি যাও, তাকে বলতে হবে আমি যাব না।’

উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কেএম নুরুল হুদা। ছবি-সংগৃহীত

এজেন্টদের বের করে দেয়া প্রসঙ্গে নুরুল হুদা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশ আছে এ রকম অভিযোগ যদি পায়, তাহলে সঙ্গে সঙ্গে এজেন্টকে কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করবে।’ ‘এজেন্টদের প্রতি অনুরোধ, এ রকম ঘটনা ঘটলে আশপাশে ম্যাজিস্ট্রেট আছে, প্রিসাইডিং অফিসারের সাহায্য চাইবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইবেন। তাদের সাহায্যে ভেতরে যাবেন।’

ভোটার উপস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, ‘সকালে একটি সেন্টার ভিজিট করেছি। সেখানে ভোটার উপস্থিতি কম ছিল, একেবারে সকালের দিকে অবশ্য। ৯টার দিকে। আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। আসার সময় টেলিভিশন দেখলাম। সেখানে দেখলাম ভোটাররা যাচ্ছে, ভোট দিচ্ছে। বিশেষ করে ইভিএমের ব্যাপারে ইতিবাচক সাড়া দিচ্ছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তারা বুঝে নিচ্ছে। বুঝে নিয়ে তারা ভোট দিয়ে আসছে।’

সিইসি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার নির্দেশ আছে; গোলমাল হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। যারা প্রার্থী, ভোটার, সমর্থকদের প্রতি আহ্বান, তারা যেন পরিবেশ পরিস্থিতি শান্ত রাখেন। ভোটার সপক্ষে যে পরিবেশ, সেটা যেন বিরাজ থাকে।’


Exit mobile version