Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

এনআরসির প্রতিবাদ করায় অভিনেত্রী গ্রেপ্তার


ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন নাগরিকরা। এতে যোগ দিয়েছেন ভারতের অভিনেতা-অভিনেত্রী-সংগীতশিল্পীরাও।

তারই ধারাবাহিকতায় লখনৌতে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন অভিনেত্রী সাদাফ জাফর। গতকাল রোববার এ সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে। এক টুইটে এ তথ্য জানিয়েছেন পরিচালক মীরা নায়ার।

টুইটে মীরা নায়ার লেখেন, ‘‘এখন আমাদের দেশের অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। ‘দ্য সুইটেবল বয়’ অভিনেত্রী সাদাফ জাফর লখনৌতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি মার খেয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাতে আপনারা আমার সঙ্গে থাকুন।’’

এদিকে হজরতগঞ্জ পুলিশ স্টেশনের ডিপি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘পরিবর্তন চকের কাছ থেকে আমাদের টিম সাদাফকে গ্রেপ্তার করে। সেখানে একদল হিংসাত্মক প্রতিবাদীদের সঙ্গে ছিলে সে। তাকে জেলে পাঠানো হয়েছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে, ১৯ ডিসেম্বরের প্রতিবাদে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন।’

অন্যদিকে সাদাফ জাফরের বোন নাহিদ বার্মা পুলিশের এই বক্তব্য খারিজ করেছেন। তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘সাদাফের সঙ্গে কোনো অস্ত্র ছিল না। আর সরকারের বিরুদ্ধে কোনো স্লোগানও সে দেয়নি। শুধু সংবিধানের গুরুত্ব নিয়েই কথা বলেছে।’

বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে নির্মানাধীন সিনেমা ‘দ্য সুইটেবল বয়’। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সাদাফ। এটি পরিচালনা করছেন মীরা নায়ার। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে সাদাফের পরিচিতি রয়েছে।


Exit mobile version