- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

এন্ড্রু কিশোরকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান


প্লেব্যাক সম্রাটখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৮ সেপ্টেম্বর) গণভবনে তিনি শিল্পীর হাতে এই অনুদানের চেক তুলে দেন।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে এন্ড্রু কিশোর বলেন, অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য সিঙ্গাপুর যাচ্ছি।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকে সব সময় ভালো রাখেন।

এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’ উল্লেখযোগ্য। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া পেয়েছেন দেশ-বিদেশের বহু আন্তর্জাতিক পুরস্কারও।