এন্ড্রু কিশোরের মৃত্যু বাংলা সংগীতাঙ্গনে শূন্যতা সৃষ্টি করলো


ইউএনভি ডেস্ক:
ঢালিউডের ‘প্লেব্যাক সম্রাট’ কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

এন্ড্রু কিশোরের মৃত্যু বাংলা সংগীতাঙ্গনে শূন্যতা সৃষ্টি করলো

সোমবার (৬ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃদ্বয় প্রয়াত এন্ড্রু কিশোরের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যু বাংলা সংগীতাঙ্গনে শূন্যতা সৃষ্টি করলো। যে শূন্যতা পূরণে বহু সময়ের প্রয়োজন হতে পারে।

তারা বলেন, এন্ড্রু কিশোর তার সংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু শুধুই এক শূন্যতা। সংগীতের প্রায় সকল শাখায় তার পদচারণা ছিলো।


শর্টলিংকঃ