এবার আর্থিক সাহায্যের হাত বাড়ালেন কোহলি-আনুশকা


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাস মোকাবেলায় আর্থিক সাহায্য করার কথা জানালেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

এবার আর্থিক সাহায্যের হাত বাড়ালেন কোহলি-আনুশকা

সোশ্যাল মিডিয়া টুইটারে এ খবর নিশ্চিত করেন কোহলি। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ দান করবেন তারা। তবে কত দিচ্ছেন তা বলেননি এ দম্পতি।

কোহলি বলেন, আমার সহধর্মিণী এবং আমি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফান্ডে আর্থিক সাহায্য করছি। এত লোকের কষ্ট দেখে হৃদয় ভেঙে খানখান হয়ে যাচ্ছে। আশা করছি, আমাদের এ সামান্য সাহায্য কোনো না কোনোভাবে দেশের নাগরিকদের কষ্ট লাঘবে কাজে আসবে।

প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়তে গেল সপ্তাহে টিম ইন্ডিয়ার সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার সরকারি ফান্ডে ৫০ লাখ রুপি দান করেন। তার একসময়ের সতীর্থ সুরেশ রায়না দেন ৫২ লাখ টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ৫০ লাখ রুপির চাল কিনে দান করেন। খোদ বিসিসিআই ৫১ কোটি রুপি ত্রাণ তহবিলে দিয়েছে। আর গৌতম গম্ভীর একাই দিয়েছেন ১ কোটি টাকা।তথ্যসূত্র: টুইটার।


শর্টলিংকঃ