এবার করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড


ইউএনভি ডেস্ক:
রাশিয়ার মস্কোতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছিল এমন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এবার করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্থানীয় সংবাদমাধ্যম মস্কো টাইমস-এর খবরে বলা হয়েছে, শনিবার (৯মে) মস্কোর উত্তরের একটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই হাসপাতালে ৭০০ করোনা আক্রান্তের চিকিৎসা চলছিল।এর মধ্যে ২০০ জনকে এ দিন হাসপাতাল থেকে বের করে আনা হয়।

রাশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। একতলা থেকে আগুন ছড়াতে শুরু করে। পরে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। করোনা আক্রান্ত রোগীদের কোনো ক্ষতি হয়েছে কি-না তা জানা যায়নি।

ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে পর এবার রাশিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। গত শুক্রবার একদিনে দেশটিতে ১০ হাজার ৮১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের।


শর্টলিংকঃ