Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

এবার নাসার সমুদ্র অভিযান


নাসার ২২জন সদস্যের একটি টিম গভীর সমুদ্রে অভিযান করবে। এই বিশেষ টিমের মধ্যে রয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও। মঙ্গলগ্রহে অভিযান সফল করার জন্য গভীর সমুদ্রে এ অভিযান।

মহাকাশে পদচারণা, স্পেস কমিউনিকেশনের ক্ষেত্রে যে সময় লাগবে সেটিও বিচার বিবেচনা করে দেখা হবে এই বিশেষ অভিযানে। এছাড়াও বিশেষ কেটোজেনিক ডায়েটের কি প্রভাব পড়তে পারে এই নাসার মহাকাশচারীদের উপর সেটিও পরীক্ষা করে দেখা হবে।

এবার সমুদ্র অভিযানে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এই বিশেষ গভীর সমুদ্র অভিযানে।

নাসার প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে আগামী কয়েকমাসের মধ্যেই শুরু হবে এই বিশেষ অভিযান। সমুদ্রের তলায় কাজ করার অভিজ্ঞতা মহাকাশে কাজ করার মতনই বলে জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা।

তবে, এই অভিযানের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে ডায়েটের উপর। এই বিশেষ ডায়েট শরীরের সমস্ত ফ্যাট বার্ন করতে সক্ষম। এই বিশেষ ডায়েট শরীরে একটি সঠিক মেটাবলিক রেট ধরে রাখতে সক্ষম। আর সেটি ডিএনএ-কে রক্ষা করতেও সহায়তা করে।


Exit mobile version