এমপি এনামুলের সুস্থতা কামনায় বাগমারায় মসজিদে মসজিদে দোয়া


বাগমারা প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দ্রুত সুস্থতা কামনায় (২৬ জুন) শুক্রবার উপজেলার ১৬টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া প্রার্থনা করেন মুসল্লিরা।

বর্তমানে তিনি ঢাকার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এমপি এনামুল হক করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর তাঁর ফেইসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে সকলের দোয়া কামনা করেছেন।

গত (২৩ জুন) নমুনা পরীক্ষার পর ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী সহায়তা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে বাগমারায় করোনা সংকটে খাদ্য সমস্যায় থাকা মানুষের মাঝে খাদ্য সরবরাহ, আর্থিক অনুদান প্রদান এবং চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন সেবায় জীবনের চরম ঝুঁকি নিয়ে সর্বদায় পাশে থেকেছেন। সেই সম্মুখ যোদ্ধা বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত।

সেই সাথে করোনা প্রতিরোধে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, উপজেলা প্রশাসন সহ আইনশৃংখলা বাহিনীর সদসদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন উপকরণাদী বিতরণ করেন।

আরও পড়তে পারেন নওগাঁয় আঞ্চলিক সড়ক ধান চাষের উপযোগী !


শর্টলিংকঃ