Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

এ ঈদে নতুন জামা নয়


ইউএনভি ডেস্ক: 

ঈদ নিয়ে তারকা ও ভক্তদের থাকে আলাদা উন্মাদনা। কিন্তু সবার জীবনেই করোনাকালের ঈদ আসছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে। যে সময়ে নিরাপদে থাকাই প্রথম কথা। কেমন কাটবে এবারের ঈদ, তাই নিয়ে কথা বলেছেন অভিনয়শিল্পী জয়া আহসান।

জয়া আহসান বলেন, ঈদ নিজেদের মতো করে ঘরে থেকেই উদ্‌যাপন করা উচিত বলে মনে করি। সৃষ্টিকর্তার কাছে মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করা, যেন করোনা থেকে মুক্তি পাই। ঈদে সবাই বাড়িতে বসে টেলিভিশনে কিংবা বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে কনটেন্ট দেখে সময় কাটাতে পারি।

করোনায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এবার ঈদে না হয় নতুন জামা নয়, পুরোনো জামা দিয়েই যেন উদ্‌যাপন করি। নতুন জামা কেনার জন্য সবাই অস্থির! ঈদ তো শুধু আনন্দের না, স্যাক্রিফাইসেরও। মাসব্যাপী আমরা যে সংযমী হলাম, তা যেন ঈদের পরেও বহাল থাকে। যদি এ যাত্রায় সংযত হই, নিশ্চয়ই সামনের ঈদ ভালোভাবে করতে


Exit mobile version