Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ওজনে কারচুপির দায়ে রাজশাহীর নবরূপ মিষ্টান্নকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক : 

ওজনে কারচুপির দায়ে রাজশাহী নগরীর প্রখ্যাত নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শুনানিতে  অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০হাজার জরিমানা করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

জরিমানার প্রাপ্য টাকা অভিযোগকারী তুলে দেন হাসান আল মারুফ

হাসান আল মারুফ ইউনির্ভাসাল২৪নিউজকে জানান, রাজশাহী কলেজের ছাত্রী মুর্শিদা রহমান নগরীর সাহেব বাজারের ‘নবরূপ মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে এক বোতল মাঠা কেনেন। বোতলের মোড়কে মাঠার ওজন ৫০০মিলি লেখা থাকলেও বাস্তবে তা পাওয়া যায় নি। এবিষয়ে নবরূপের বিরুদ্ধে মুর্শিদা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।

বৃহস্পতিবার উভয়পক্ষকে শুনানির জন্য ডাকেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে। শুনানিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৮ অনুযায়ী নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

তবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৭৬ (৪) অনুযায়ী অভিযোগকারীকে  আদায়কৃত জরিমানার ২৫% (৫হাজার) টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়েছে। অবশিষ্ট অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।


Exit mobile version