ওয়ানডের নতুন নেতৃত্ব নিয়ে মুশফিক, তামিমই মাশরাফির যোগ্য উত্তরসূরি


ইউএনভি ডেস্ক:

মাশরাফি মুর্তজার রেখে যাওয়া সাম্রাজ্য এগিয়ে নেয়ার ভার পড়েছে তামিম ইকবালের কাঁধে। ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহও। পূর্ব অভিজ্ঞতা থেকে মুশফিক নেতৃত্ব নিতে চাননি। মাশরাফির উত্তরসূরি হিসেবে তামিমকে যোগ্য মনে করছেন তিনি।

ওয়ানডের নতুন নেতৃত্ব নিয়ে মুশফিক, তামিমই মাশরাফির যোগ্য উত্তরসূরি

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে যে ধারাবাহিকতা দেখিয়েছে বাংলাদেশ সেটা ধরে রাখতে পারাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।শুক্রবার অন্যরকম একটি দিন কাটিয়েছেন মুশফিকরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়ার সময় মুশফিকুর রহিমদের ব্যাচ কিছু সময় একসঙ্গে কাটিয়েছে।

একই টি-শার্ট গায়ে দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে পার করেছেন দিনটা। ২০০০ সালের জুলাইয়ে বিকেএসপিতে ভর্তি হন মুশফিক। কাল নিজের ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণবন্ত মুশফিক ওয়ানডে অধিনায়ক

তামিম সম্পর্কে বলেন, ‘তামিমের অধীনে এর আগেও আমরা খেলেছি। শুধু আমি একা নই, আরও অনেকে খেলেছে। আমরা গত ১৫-২০ বছর ধরে একসঙ্গে খেলছি, জানি সে কেমন। তামিমই উপযুক্ত ব্যক্তি। আমরা সবাই তাকে সমর্থন করছি।’

আরোও পড়ুন:প্রিমিয়ার লিগ স্থগিত, পেছাল চ্যাম্পিয়ন্স লিগ-বুন্দেসলিগা

মুশফিক মনে করেন তামিম যেমন দুর্দান্ত ফর্মে রয়েছেন সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, ‘তামিম কয়েক বছর ধরে ফর্মে রয়েছে। আশা করি, সেভাবেই যেন সে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। অধিনায়কত্ব করাটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তামিমই চ্যালেঞ্জ নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি।’

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ তিন ফরম্যাটের সিরিজে দাপটের সঙ্গে খেলে জিতেছে বাংলাদেশ। ছয় ম্যাচ জিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। ধারাবাহিকতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ মনে করছেন মুশফিক। তিনি বলেন, ‘আমাদের পরবর্তী চ্যালেঞ্জ পাকিস্তান সফর, তারপর আয়ারল্যান্ড। তার আগে আমরা ঢাকা লিগে খেলব। আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। তার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাচ্ছি। এটা ধরে রাখতে চাই। ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘টি ২০ এমন একটা খেলা যেখানে ধারাবাহিকতা ধরে রাখা কষ্টকর। আমাদের এই চ্যালেঞ্জগুলো নিতে হবে। সামনে অনেক কঠিন সফর। সেগুলো দেখে আমরা বুঝতে পারব আমরা কোন পথে যাচ্ছি।’

বাংলাদেশ দলে তিন ফরম্যাটেই অপরিহার্য মুশফিক। নির্বাচকদের প্রথম পছন্দ তিনি। কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কি অবস্থায় থাকবেন এ নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছেন। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপের এখনও অনেক দেরি। চেষ্টা করব আমরা ঠিকমতো খেলে যেতে এবং বিশ্বকাপ দলের অংশ হতে।’


শর্টলিংকঃ