Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কক্সবাজারে তেলের বোতলে ইয়াবা পাচারকালে গ্রেফতার ২


অভিনব কৌশলে নারকেলের তেলের বোতলের মধ্যে করে ইয়াবা পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। মঙ্গলবার কক্সবাজারের টেকনাফ থেকে তাদের দুজনকে গ্রেফতারের পর কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

এ সময় ৩ হাজার ৯০০টি ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট (বিএ) মীর্জা শাহেদ মাহতাব।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়ার মনখালী সেতু এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের করিমগঞ্জের মৃত অলি আহমদের ছেলে মো. শাহজাহান (৪০) এবং বন্দরের ধনিয়ালাপাড়ার মৃত আবদুস শুক্কুরের ছেলে আবদুল গফুর (৩৫)।

মীর্জা শাহেদ মাহতাব সাংবাদিকদের জানান, টেকনাফ থেকে একটি মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার যাবেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

বাহারছড়ার মনখালী সেতুর ওপর টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। পরে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী সেখানে এলে তাদের থামার সংকেত দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন, মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে ইয়াবা লুকানো আছে।

এ সময় ট্যাংকের নিচে নারকেল তেলের বোতলের ভেতর পলিথিনে মোড়ানো ৩ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করা হয়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Exit mobile version