Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনাতেই অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যু


ইউএনভি ডেস্ক:

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা গেছে, তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে আনিসুজ্জামানের ছোট ভাই মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তারুজ্জামান বলেন, ‘করোনা টেস্ট পজিটিভ এসেছে। এখন লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছু প্রক্রিয়া আছে সেগুলো ফলো করা হবে।’ আনিসুজ্জামানের ছোট ভাই আরও বলেন, ‘আমাদের বাবা-মায়ের কবর আজিমপুরে। তাই আমাদের চাওয়া বাবার কবরের পাশেই তাকে যেন দাফন করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করা হচ্ছে।’

এর আগে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. আনিসুজ্জামান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন।

আরও পড়তে পারেন :  ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


Exit mobile version