করোনামুক্ত হলেন রাজশাহী জেলা পুলিশের দুই সদস্য


নিজস্ব প্রতিবেদক:

করোনামুক্ত হয়েছেন রাজশাহী জেলা পুলিশের দুই সদস্য। দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর তাদের শরীরে ভাইরাসটির অস্তিত্ব না থাকায় আজ বৃহস্পতিবার দুপুরে সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তারা।  এরপর পুলিশ সুপারের কার্যালয়ে ফুল দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। 

করোনামুক্ত হলেন রাজশাহী জেলা পুলিশের দুই সদস্য

এর আগে গত ৫ মে রাজশাহী জেলা পুলিশের তানোর থানায় কর্মরত ওই পুলিশ কনস্টেবল ও  সরকারি পরিচ্ছন্নতাকর্মীর করোনা পরীক্ষা করা হলে তদের নমুনায় করোনা শনাক্ত হয় । পরে তাদের পুলিশ লাইনে নিয়ে এসে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। তারা দুজনই রাজশাহীতে প্রথম পুলিশের সদস্য হিসেবে করোনা সংক্রমিত হয়েছিলেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, সুস্থ হয়ে ওঠা জেলা পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে বিভাগীয় পুলিশ হাসপাতালে যথাযত চিকিৎসা দেয়া হচ্ছিল।  গতকাল তাদের নমুনা রামেকের ল্যাবে পাঠানো হলে পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে। আজ হাসপাতাল থেকে তারা সুস্থ হিসেবে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে  জেলা পুলিশের কার্য্যালয়ে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ করোনাজয়ী ওই দুই পুলিশ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন :  করোনার ঈদে ভিন্নধর্মী ‘ইত্যাদি’


শর্টলিংকঃ