করোনার উপসর্গ নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে নার্স ভর্তি


নিজস্ব প্রতিবেদক :
করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ভর্তি হয়েছেন। গতকাল তিনি ভর্তি হন। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে নার্স তিনি। আজকে তাকে আইডি হাসপাতালে পাঠানো হবে।  

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক আজাদ নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন ওই নার্স বর্তমানে অবজারভেশনে রয়েছেন। তার শরীরের তাপমাত্রা ১০১ দশমিক ০৫। তাকে রাজশাহীর সংক্রমণ আইডি হাসপাতালে নেয়া হবে এরপর উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

তিনি আরো জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবজারভেশনে বর্তমানে ১২ জন রোগী আছে। এদের মধ্যে আটজনকে আজকে ছাড়পত্র দেওয়া হবে। বাকি চারজনকে অবজারভেশনে রাখা হবে।


এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আতাতুর্ক।


শর্টলিংকঃ