Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনার উৎস জানতে চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা


ইউএনভি ডেস্ক:
মহামারি আকারে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসের উৎস সম্পর্কে জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষ বিশেষজ্ঞরা চীনে পৌঁছেছে।

বিজ্ঞানীদের এখন পর্যন্ত ধারণা, প্রাণীর শরীর থেকে মানবদেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়।

বিজ্ঞানীদের ধারণা, উহান শহরের একটি বাজার থেকে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। আর প্রাথমিকভাবে বাদুড় থেকে করোনা ছড়ানোর দাবিও রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, চীনের উহানের একটি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে গেছে। এজন্য চীনকে দায়ী করেছে দেশটি। তবে সেই বিষয়টি ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছে চীন ও উহান গবেষণাগার কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিক বলেছেন, জেনেভাভিত্তিক বিশেষজ্ঞ এবং প্রাণীবিদ সেই দলে রয়েছেন। আজ শনিবার থেকেই তারা তদন্ত কাজ শুরু করবেন।


Exit mobile version