Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনার কারণে পেলেকে নিয়ে উদ্বেগ


ইউএনভি ডেস্ক:

নিতম্বে অস্ত্রোপচারের পর থেকেই একরকম গৃহবন্দি পেলে। এর মধ্যে বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। তাই হোম কোয়ারেন্টিনে আছেন ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি। এমনিতেই তিনি নানা রোগে আক্রান্ত, তার ওপর বয়স হয়েছে ৮০ বছর। করোনায় আক্রান্ত হলে সেটি মারাত্মক আকারই ধারণ করবে। তাই তাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভক্তদের।

ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলে

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তাকে। মাঠের দিনগুলোতে প্রতিপক্ষের সঙ্গে যেমন লড়াই করতেন, এখন সেভাবেই লড়াই করছেন রোগের সঙ্গে। এ অবস্থায় বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনায় আরেক দফা তাকে নিয়ে দুশ্চিন্তা করছেন ভক্তরা। ব্রাজিলের এক সংবাদমাধ্যমের খবর, এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন পেলে, শিগগিরই তার সব সফরসূচি বাতিল করা হবে।

পেলে যে এই মুহূর্তে ভালো আছেন, সেই খবরটা ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই দিয়েছেন। নিতম্বের অস্ত্রোপচারের পর তার ছেলে এদিনহো জানিয়েছিলেন, তার বাবা ভীষণ অস্বস্তিতে ভুগছেন। যদিও দিনকয়েক পর এই কিংবদন্তি নিশ্চিত করেছিলেন, তার কোনো সমস্যা নেই। সেই একই কথা তিনি আবারও শুনিয়েছেন সিএনএনকে, ‘বিষণ্নতায় ভোগার কথা বলা হচ্ছিল, জানি না কেন তারা এসব বলছিল। গত দুই বছর অনেকবার হাসপাতালে গিয়েছি এবং অস্ত্রোপচার করা হয়েছে আমার, পরবর্তীতে আমি আবার নিজের পায়ে হেঁটেছি।’

মানুষের উৎকণ্ঠার প্রতি শ্রদ্ধা রেখেই তিনবারের বিশ্বকাপ জয়ী বলেছেন, ‘যারা আমাকে নিয়ে দুশ্চিন্তা করা শুরু করল, আমি তাদের এই চিন্তার প্রতি শ্রদ্ধা জানাই। আমি নিজের পায়েই তো হাঁটছি, তবে ঈশ্বরকে ধন্যবাদ, আমি শুধু বাইক চালাতে পারছি না।’


Exit mobile version