Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনার টিকায় অসুস্থতার ঝুঁকি কমে ৮০ ভাগ: গবেষণা


ইউএনভি ডেস্ক:

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজার-বায়োএনটেকের টিকার একটি ডোজ নিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ৮০ শতাংশের বেশি কমে যায়। দ্য পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষণায় এমন তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২ মার্চ) বিবিসির খবরে বলা হয়, টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের ওপর ৩-৪ সপ্তাহ ধরে এই গবেষণা চালানো হয়। যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সী যেসব ব্যক্তি টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের ওপর এই গবেষণা চালানো হয়।

তবে শুধু প্রথম ডোজ নেওয়াই যথেষ্ট নয়। সর্বোচ্চ সুরক্ষার জন্য দ্বিতীয় ডোজ নিতে প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক সোমবার ডাউনিং স্ট্রিটের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, করোনার টিকার গবেষণায় সর্বশেষ যে ফল পাওয়া গেছে তা বেশ শক্তিশালী। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।


Exit mobile version