করোনার টিকা নিলেন সেনাপ্রধান আজিজ আহমেদ


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাসের টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি টিকা নেন। এ সময়ে তিনি কোনো গুজবে কান না দিয়ে করোনার টিকা নিতে সেনাসদস্যদের নির্দেশ দেন।

এছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাসদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ। দেশব্যাপী গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনার টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সিএমএইচে টিকাদান কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপে শনিবার পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে মোট ১৮ হাজার ২৬৯জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার অন্যান্য অসামরিক ব্যক্তিকে টিকা দেয়া হয়।


শর্টলিংকঃ