Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনার ভ্যাকসিন আসার খবরে দাম বাড়ছে জ্বালানি তেলের


ফাইজার ও বায়োএনটেকের করোনা-ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বিশ্ববাজারে বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম এক ডলারের বেশি (২.৩ শতাংশ) বেড়ে ৪৪ ডলার ৬৮ সেন্টে পৌঁছে যায়। খবর বিজনেস টাইমসের।

এ ছাড়া একই দিন ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় এক ডলার (২.৪ শতাংশ) বেড়ে ৪২ ডলার ৪৪ সেন্টে ওঠে। এর আগে মঙ্গলবার ইরানের রফতানিযোগ্য তেলের দাম ৪০ ডলার ৩৭ সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল।

চলতি সপ্তাহের গোড়ার দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আবিষ্কৃত ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে।

চলতি বছরের মার্চ মাসে বিশ্বব্যাপী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এপ্রিলে তেলের দাম ১৬ ডলার পর্যন্ত নেমে যায়, যা ছিল গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।

তেলের দাম নিম্নমুখী থাকাবস্থায় একমাত্র যে দেশটি তেল কিনে এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সমৃদ্ধ করতে থাকে, সেটি হচ্ছে চীন।

এ কারণে করোনাভাইরাসের মহামারীর মধ্যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে। চীনের সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের তৃতীয় তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.৯ শতাংশ।

 


Exit mobile version