- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

করোনার হেল্পলাইনে মুখ্যমন্ত্রীর বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি

করোনার হেল্পলাইনে মুখ্যমন্ত্রীর বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি

ইউএনভি ডেস্ক:
করোনাভাইরাস সংকটে জনগণের সহায়তায় হেল্পলাইন চালু করেছে ভারতের উত্তর প্রদেশ সরকার। সেই হেল্পলাইনেই বাসভবন উড়িয়ে দেয়ার হুমকি পেলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। শুধু তার বাসভবনই নয়, ক্ষুদেবার্তায় বিস্ফোরণের হুমকি দেয়া হয়েছে রাজ্যের আরও ৫০ জায়গায়।

খবরের সত্যতা স্বীকার করে উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হুমকি দেয়া হয়েছে। বার্তাপ্রেরককে গ্রেফতারে অভিযান চলছে। লখনৌ পুলিশ জানিয়েছে, হুমকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িসহ শহরের সবখানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালিদাস মার্গে যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রীর সরকারি বাসভবন রয়েছে। সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

অবশ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি ওড়ানোর হুমকি এটাই প্রথম নয়। এমনই এক কাণ্ডে মহারাষ্ট্র পুলিশের সহযোগিতায় এর আগে মুম্বাই থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ পুলিশ