Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনায় ক্ষতিগ্রস্তদের বিখ্যাত সেই ১০ নম্বর জার্সি দান ম্যারাডোনার


ইউএনভি ডেস্ক:
চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি।

এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি দান করলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপ জয়ের স্মারকটিতে থাকছে ম্যারাডোনার অটোগ্রাফও। প্রথমে নিলামের কথা ভাবলেও শেষ পর্যন্ত জার্সিটি দেয়া হবে লটারির মাধ্যমে।

আর জার্সি জিততে হলে আগ্রহীদের স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং ১০০ কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে। যারা এই চ্যারিটিতে যুক্ত হবে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এক জন বিজয়ী পাবেন ম্যারাডোনার এই জার্সি। লটারি থেকে প্রাপ্ত অর্থ, খাদ্য কিংবা অন্যসব পণ্য বিতরণ করা হবে বুয়েন্স আয়ার্সের শহরতলির একটি সুবিধাবঞ্চিত এলাকায়।


Exit mobile version