করোনায় জীবন দিলেন আরও এক পুলিশ


ইউএনভি  ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার হাসান উল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় জীবন দিলেন আরও এক পুলিশ

তিনি জানান, মৃত্যুবরণকারী পুলিশের নাম নাজের উদ্দীন (৫৫)। তিনি বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়া অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন নাজের উদ্দীন।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনাভাইরাসে প্রাণ হারালেন। এর আগে গত মঙ্গলবার করোনাভাইরাসে পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের (৩৯) মৃত্যু হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপ) ওয়ারী বিভাগের ওয়ারী থানায় কর্মরত ছিলেন তিনি।

তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।এর পর মৃত্যু হয় ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬) এবং ট্রাফিক উত্তরের বিমানবন্দর এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদের (৪২)।


শর্টলিংকঃ