করোনায় নতুন আক্রান্ত ৭০৬, সুস্থ আরও ১৩০


ইউএনভি ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন। তবে মৃত্যুর তথ্য জানানো হয়নি।

করোনায় নতুন আক্রান্ত ৭০৬, সুস্থ আরও ১৩০

দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন, তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গতকাল বুধবার ৭৯০ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ৩ জনের মারা যাওয়ার কথা জানানো হয়েছিল। গতকালের হিসাবে অনুযায়ী, মোট মারা গেছেন ১৮৬ জন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৯১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত মোট শনাক্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়।

সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের নমুনা। দেশে এখন ৩৪টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


শর্টলিংকঃ