Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনায় বিশ্বে সবচেয়ে বেশি সুস্থতার হার ভারতে, দাবি মোদির


ইউএনভি ডেস্ক:

“করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে অধিক সুস্থতার হার ভারতে।” শুক্রবার জাতিসংঘের ৭৫তম বর্ষপূর্তিতে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়ে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, “করোনা মোকবিলায় একসঙ্গে লড়াই চলছে। ১৫০টি দেশকে সাহায্য করেছে ভারত। সবকা সাথ, সবকা বিকাশই আমাদের লক্ষ্য। গরিবদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। উন্নয়নশীল দেশকেও সাহায্য করে চলেছে ভারত।”

মোদি বলেন, করোনায় ভারতে মৃত্যু হার সবচেয়ে কম। সুস্থতার হার সবচেয়ে বেশি। করোনার সঙ্গে লড়াইয়ে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। আত্মনির্ভর ভারত বিশ্বকে লড়াইয়ের নতুন মন্ত্র শেখাচ্ছে।
প্রসঙ্গত, ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ফের রেকর্ড সংক্রমণ হয়েছে ভারতে। সর্বোচ্চ ৩৪ হাজার ৯৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৮৩২। গোটা ভারতে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৬০২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৪৭৩। ৬৩.৩৪ শতাংশ রোগী অর্থাৎ ৬ লাখ ৩৫ হাজার ৭৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 


Exit mobile version