করোনায় ভিড় এড়াতে সাহায্য করবে গুগল ম্যাপ


ইউএনভি ডেস্ক:
করোনা সংক্রমণ থেকে বাঁচতে দীর্ঘমেয়াদী ছুটি থাকলে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। ইউরোপের দেশগুলোতে অবস্থার কিছুটা উন্নতি হলেও বিশ্বের করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে।

করোনায় ভিড় এড়াতে সাহায্য করবে গুগল ম্যাপ

বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেও কিছু মানুষকে প্রতিদিনই জরুরি প্রয়োজনে অথবা কাজে বাড়ির বাইরে যেতে হচ্ছে। এই সব মানুষের জন্য বাস, ট্রেনের মতো গণপরিবহণ ও অন্যন্য জরুরি খবরের মাধ্যমে সচেতন করতে সাহায্য করতে নতুন ফিচার আনল গুগল।

সম্প্রতি গুগল ম্যাপে করোনা বিষয়ক সব বিধিনিষেধ সম্বলিত নতুন ফিচার চালু করেছে। গুগল ম্যাপ আপডেট করার পর কয়েকটি জরুরি পরিসেবা পাবেন ব্যবহারকারীরা। কখন, কোথায় থেকে কোন ট্রেন বা বাস পাওয়া যাবে তা সহজেই গুগল ম্যাপের সাহায্যে জেনে নিতে পারবেন ব্যবহারকারীরা।

করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্বের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে গুগল ম্যাপের নতুন ফিচারে। কোন এলাকায় বা কোন স্টেশনে কতটা ভিড়, সে সম্পর্কেও তথ্য পাওয়া যাবে গুগল ম্যাপের সাহায্যে। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এই সেবা প্রাথমিক ভাবে শুরু হয়েছে।


শর্টলিংকঃ