করোনায় রাজশাহীতে চালের আড়তে অভিযান : জরিমানা


নিজস্ব প্রতিবেদক :  

করোনা পরিস্থিতিকে পুঁজি করে রাজশাহীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজার এলাকায় চালের দাম বাড়তি নেয়ায় এক ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

চালের আড়তে অভিযানে নেতৃত্ব দেন এডিএম আবু আসলাম

সকাল ১০টার দিকে রাজশাহী নগরীতে বাজার পরিস্থিতি দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামে নেতৃত্বে মাঠে নামে ভ্রাম্যমান আদালত। এসময় নগরীর সাহেব বাজারে চালের বিভিন্ন আড়ত ঘুরে ঘুরে দাম যাচাই করেন। কিন্তু নির্ধারিত বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে শাহ মখদুম রাইস এজেন্সিকে পাঁচ হাজার টাকা জরিমানা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসালাম ইউনিভার্সাল২৪নিউজকে জানান,  চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি নেয়ার বেশ কিছু অভিযোগ আসে জেলা প্রশাসকের কাছে। মোবাইল ফোনে বহু ক্রেতাই অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে। দেশের জাতীয় দুর্যোগের মত পরিস্থিতিতে যাতে কোনো অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লুটতে না পারে, সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রান্ত  সচেতনতামূলক লিফলেট বিতরণ  করেন তিনি।


শর্টলিংকঃ