Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনা আতঙ্কে টয়লেট টিস্যু ছিনতাই


ইউএনভি ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে বিশ্ব। এনিয়ে বিশ্বে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। তেমনি করোনা আতঙ্কে হংকংয়ের বিভিন্ন বাজারে টয়লেট টিস্যুর ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এনিয়ে দেশটিতে একদল ডাকাত শত শত টয়লেট টিস্যু ছিনতাই করেছে।এনডিটিভি ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ডাকাত দল বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার টাকার টয়লেট টিস্যু ছিনতাই করেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, ছুরি নিয়ে একদল দুষ্কৃতি মং কক জেলার এক সুপার মার্কেটের বাইরে এক ডেলিভারি ম্যানের কাছ থেকে টয়লেট টিস্যু ছিনতাই করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ডাকাতদল ওই ডেলিভারি ম্যানের কাছে থেকে ৬০০ টয়লেট টিস্যু ছিনতাই করেছে। তবে হংকং সরকার বলছে, দেশটিতে টয়লেট টিস্যুর সরবরাহের ঘাটতি নেই।

এদিকে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আক্তান্ত হয়েছে ৭০ হাজার। এছাড়া চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচ জন মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।


Exit mobile version