করোনা ইস্যুতে আগামীকাল বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ


ইউএনভি ডেস্ক: 

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ আলোচনা করবে বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের।

করোনা ইস্যুতে আগামীকাল বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ রয়েছে ১৫টি। এর মধ্যে পাঁচ দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন স্থায়ী সদস্য আর অন্য ১০ দেশ অস্থায়ী সদস্য।

আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে গত সপ্তাহে বৈঠক করা সম্ভব হয়নি।নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ দেশের মধ্যে ৯ দেশ আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার জন্য পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৮২ হাজার ৭৮ জন মারা গেছেন। এ ছাড়া ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৫০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


শর্টলিংকঃ