Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনা উপসর্গে রাজশাহী আইডি হাসপাতালে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে  মোহাম্মদ মনির গাজী নামে এক যুবক মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মৃত মনির নাটোরের নলডাঙ্গা থানার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম সঞ্জয় জানান, গত ৫-৬ দিন থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। এ অবস্থায় বৃহস্পতিবার তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। শুক্রবার ১টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়।

রামেক হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, করোনা উপসর্গ থাকায় তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়াও তার শরীরে পক্স ছিল। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের আগেই তিনি মারা যান। তবে সকালে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।


Exit mobile version