করোনা: কাল থেকেই বন্ধ রাবি


রাবি প্রতিনিধি:

করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার আতঙ্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আগামীকাল থেকে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস। এছাড়া আগামী ১৮ মার্চের মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা: কাল থেকেই বন্ধ রাবি

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস,পরীক্ষা এবং আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ মার্চের মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়তে হবে।’ তবে ১৮ মার্চ কয়টা পর্যন্ত হল খোলা থাকবে সেটি বিকেলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ করার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জণের ঘোষণা দেয়।


শর্টলিংকঃ