করোনা নিয়ে বাঘায় বিএনপির ব্যঙ্গাত্মক লিফলেট!


নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহীর বাঘায় বিএনপির পক্ষে করোনা নিয়ে ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে।বুধবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে বাঘা বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির বিতরণ করা লিফলেটে লেখা রয়েছে, হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার না পাওয়া গেলে বা দাম বেড়ে গেলে সাবান কিনেন। সাবানের দাম বেড়ে গেলে লেবু কচলে হাত ধোবেন। লেবুর দাম বেড়ে গেলে লবণ দিয়ে হাত ধোবেন। লবণের দাম বেড়ে গেলে গরম পানিতে হাত ধোবেন। পানির দাম বেড়ে গেলে আগুনের ওপর কিছুক্ষণ হাত রাখবেন। প্রচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে তাদের দলীয় প্রধান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, খালেদা জিয়ার মুক্তি দাবির সঙ্গে করোনা নিয়ে যে ধরনের ব্যঙ্গাত্মক কথা সংবলিত লিফলেট বিএনপির লোকজন প্রচার করেছে তার খেসারত তাদের দিতে হবে।

বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন বলেন, এ সময় করোনা একটি ভাইরাসজনিত রোগ। দেশের ক্লান্তিময় মুহূর্তে সরকারকে তাচ্ছিল্য করে এ ধরনের লিফলেট বিতরণ মোটেও কাম্য নয়।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে করোনাভাইরাস নিয়ে যখন জনসচেতনতার বার্তা মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে, তখন সরকারবিরোধী কোনো রাজনৈতিক দলের কতিপয় নেতার মাধ্যমে এ ধরনের লিফলেট বিতরণ কাম্য নয়। তবে এ বিষয়ে কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষক, স্কাউট দল, জনপ্রতিনিধি, ডাক্তার ও বণিক সমিতির নেতাসহ ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে লিফলেট বিতরণ করা হয়।


শর্টলিংকঃ