Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনা নিয়ে ভক্তদের সতর্ক করলেন সালমান খান


ইউএনভি ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ।এছাড়া এই ভাইরাসে পুরো বিশ্বের মৃত্যু হয়েছে তিন হাজার মানুষের। এবার এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে নিজের ভক্তদের সতর্ক হতে বললেন বলিউড সুপারস্টার সালমান খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সালমান খান লেখেন, যখন করোনা ভাইরাস শেষ হয়ে যাবে তখন আপনারা করমর্দন এবং কোলাকুলি করুন। করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে সালমান খানের দেশ ভারতেও। দেশটিতে এই পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।


Exit mobile version