করোনা প্রতিরোধে সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অফিস কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

করোনা প্রতিরোধে সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
করোনা প্রতিরোধে সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সভায় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান- স্থানীয় এনজিও কর্মকর্তাদের সাথে কিস্তি আদায় বন্ধ রাখার জন্য আমরা কথা বলেছি এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলায় সকল প্রকার এনজিও’র কিস্তি আদায় বন্ধ থাকবে ,তিনি আরো জানান-বিদেশ ফেরত ব্যক্তিগণকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য, নিয়ম না মানলে তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা মো: মজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান,উপ-সহকারী প্রকৌশল (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু,সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা, কমিটির সকল সদস্য, গণমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ