Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান মোদির


ইউএনভি ডেস্ক:

ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২ মার্চ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে নরেন্দ্র মোদি বলেন, আতঙ্ককে না বলুন, সতর্কতাকে হ্যাঁ বলুন। করোনা ভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকার পুরোপুরি সজাগ রয়েছে। সবার সুরক্ষা নিশ্চিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ভিসা স্থগিত থেকে শুরু করে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো পর্যন্ত বিস্তৃত। আসন্ন দিনগুলোতে কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রী বিদেশ ভ্রমণ করবেন না।দেশবাসীকেও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ করছি। আমরা এই ভাইরাসের বিস্তার থামাতে পারি। বৃহৎ জমায়েত এড়িয়ে সবার সুরক্ষা নিশ্চিত করুন।

এর আগে এ মাসের গোড়ার দিকে অনুষ্ঠানে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নমস্কার সম্বোধনের অভ্যাস গড়ে তোলার তাগিদ দেন মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘নমস্তে’ বলার পুরোনো অভ্যাস ফিরিয়ে আনার এটাই সঠিক সময়। যদি কোনও কারণে আমরা এই অভ্যাস ভুলে গিয়ে থাকি, তাহলে আবার শিখে নেওয়ার এটাই উপযুক্ত সময়। হাত মেলানো এড়িয়ে আবারও নমস্তে সম্বোধন চালু হওয়া উচিত।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো-র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১২ মার্চ পর্যন্ত ভারতে ৭৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। ভাইরাসটি যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে সেজন্য সরকারিভাবে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

দিল্লির রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুলকে মর্নিং অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ডিরেক্টর অব এডুকেশন এ ইস্যুতে সব সরকারি-বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে চিঠি পাঠিয়েছে।

করোনা ঠেকাতে কর্মীদের অফিসে ঢোকা বা বেরোনোর সময়ে বায়োমেট্রিক ব্যবহার করতে নিষেধ করেছে কেন্দ্রীয় সরকার। দৈনিক রেজিস্টারে নাম স্বাক্ষর করলেই চলবে। বিদেশি যাত্রীদের শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যগুলোকে জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেক সেনা হাসপাতালকে স্থানীয় সরকারি হাসপাতাল এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ল্যাবরেটরির সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলতে বলা হয়েছে।


Exit mobile version