করোনা মোকাবিলায় নিয়োজিতদের পুরস্কৃত করার ঘোষণা


ইউএনভি ডেস্ক: 

করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার  প্রধানমন্ত্রীর সহকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

করোনা মোকাবিলায় নিয়োজিতদের পুরস্কৃত করার ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকারি ডাক্তার যারা আছেন, সরকারি চিকিৎসক, নার্স, কর্মকর্তা যারা করোনা মোকাবিলায় অবদান রেখেছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, আমি দেখেছি যারা সরকারি হাসপাতালগুলোতে কাজ করেন তারাই কিন্তু এগিয়ে এসেছেন। তারা কোনো গাফিলতি করেননি। তারা নিজেদের জীবনের ঝুঁকি জেনেও তারা কাজ করেছেন। সে ক্ষেত্রে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জীবনের বাজি রেখে করোনা আক্রান্তদের সেবা প্রদান করেন করছেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, আপনারা একটা বিরাট অবদান রেখে গেছেন। এই করোনার বিরুদ্ধে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছি সেই যুদ্ধে সম্মুখভাগে থেকেই আপনারা অংশগ্রহণ করেছেন।’

তিনি বলেন, সেই সঙ্গে আমি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য ও ত্রাণ বিতরণের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারী, যারা কোভিড ১৯ সংক্রমণ রোধে দিনরাত কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এই অবস্থার মধ্যে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে আজকে এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আমি এই কাজে যারা সব সময় নিয়োজিত ছিলেন তাদেরকে শুধু খালি মুখে ধন্যবাদ দেব না, আমি তাদেরকে পুরস্কৃত করতে চাই।’

 

 


শর্টলিংকঃ