Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কাঁকনহাট ফাঁড়ির তিন পুলিশ কনস্টেবল সংক্রমিত


গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নতুন করে তিনজন পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে গোদাগাড়ী উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ০৭ জন। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তালেব।

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তালেব বলেন, গোদাগাড়ী উপজেলায় নতুন করে তিন পুলিশ কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে। গত ২৩ জুন কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েজন পুলিশ সদস্যদের  নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়। সোমবার সকালে পরীক্ষার রির্পোট হাতে আসে। এতে কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত তিন পুলিশ কনস্টেবল এর করোনা পজেটিভ আসে।।

তিনি আরও জানান, এর আগে হাসপাতালের চিকিৎসক, এবং ঢাকা ও নারায়নগঞ্জ ফেরতসহ মোট ০৭ জনের করোনা শনাক্ত হয়। ধীরে ধীরে ০৪ জনই সুস্থ্য হয়েছেন। সোমবার সকালে নতুন করে আরো তিন পুলিশ কনস্টেবলের করোনা পজেটিভ আসে। তারা চিকিৎসাধীন আছে এবং  সুস্থ্য রয়েছেন। গোদাগাড়ী উপজেলায় এ পর্যন্ত মোট ১৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে মোট ৭ জনের পজেটিভ আসে।


Exit mobile version