Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কানাডার কাছে ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ


ইউএনভি ডেস্ক:

কানাডার কাছে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনাওয়ে প্রিফন্টেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী কানাডার রাষ্ট্রদূতকে জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ সংগ্রহের চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু এখন কভিড-১৯ নিয়ে ভারতে কঠিন পরিস্থিতিতে রয়েছে, যে কারণে তাদের কাছ থেকে মাত্র ১ কোটি ২ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। বাংলাদেশে দ্বিতীয় ডোজ চালু রাখার জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরিভিত্তিতে প্রয়োজন। বর্তমানে এটি বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার।

কানাডার মন্ত্রী অনিতা আনন্দের সম্প্রতি দেওয়া একটি বক্তব্যের উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা সরকার উন্নয়নশীল দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার বাড়তি ভ্যাকসিন বিতরণ করতে পারে বলে অনিতা জানিয়েছেন। তাই কমপক্ষে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরিভিত্তিতে বাংলাদেশকে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান তিনি।

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পৃথকভাবে টিকা দেওয়ার ক্ষেত্রে সহায়তা দিতেও কানাডার প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।


Exit mobile version