Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কাবুলে ২ বিস্ফোরণে নিহত ৭


ইউএনভি ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার রাজধানীর পশ্চিমাঞ্চলের সড়কে একটি ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিস্ফোরণে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। অপর বিস্ফোরণটি হয়েছে স্থানীয় মোহাম্মদ আলি জিন্নাহ হাসপাতালের সামনে। এ হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

প্রতিবেদন বলছে, তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ও আইএস মাঝে মধ্যেই হাজারা সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালিয়ে থাকে। গত মে মাসে কাবুলে হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকার স্কুলের সামনে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় প্রায় ৮০ জন নিহত হন। যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী ছিল।

গত ৮ জুন রাতে কাবুল থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে বাঘলান প্রদেশে যুক্তরাজ্যভিত্তিক হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং অর্গানাইজেশনের ১০ কর্মীকে হত্যা করে মুখোশপরা বন্দুকধারীরা।


Exit mobile version